বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

অবশেষে দল পেলেন শান্ত ও লিটন

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়। অবশেষে দলে পেলেন নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন খেলোয়াড়কে ডেকেছে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রীত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে তাকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

এই ডাকে অন্যদের মধ্যে দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।
এদিকে দল পেয়েছেন লিটন কুমার দাস। খেলোয়াড় কেনায় প্রথম সুযোগ ছিল দুর্বার রাজশাহীর। এরপর ঢাকা ক্যাপিটালসের। নতুন মালিকানার দলটি ক্যাটাগরি ‘এ’ থেকে নিয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। এরপর মাহমুদউল্লাহকে নেওয়ার সুযোগ ছিল চট্টগ্রাম, খুলনা, রংপুর ও সিলেটের সামনে। তবে এই দলগুলো নিয়েছে অন্যদের। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত বছরও এই দলে খেলেছিলেন তিনি।
এখন পর্যন্ত যারা দল পেয়েছে—

রাজশাহী: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন।

ঢাকা: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ।

চট্টগ্রাম: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।

খুলনা: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম।
রংপুর: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান।

সিলেট: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি।

বরিশাল: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল।

এবার সাতটি দল বিপিএল ২০২৫ একাদশ আসরে অংশগ্রহণ করছে। ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম কিংস।
ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।
আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

নির্ধারিত সূচি অনুসারে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page