সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ঢাকায় ২য় হিফজ কনভোকেশন অনুষ্ঠিত

রাজধানী উত্তরায় অবস্থিত ইংরেজি মিডিয়াম রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফজ কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।। পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

এ বছর রুহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচ শিক্ষার্থী পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছেন। এই পাঁচজনসহ স্কুলের মোট ১০ জন শিক্ষার্থী ইতোমধ্যে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, শিক্ষনীয় নাটিকা পরিবেশন করেন।

রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষই নয়, বরং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন। ভবিষ্যতের আদর্শ সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page