শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো: ডাঃ এ জেড এম জাহিদ চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র গ্রুপিংয়ের দ্বিধাবিভক্তি কাটেনি এখনো: নির্বাচনকালীন শংকা বিদ্যমান মীরসরাইতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর সাক্ষাত: দলীয় সাংবাদিকরা বঞ্চিত! পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড,গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত স্ত্রী-মেয়েসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কন্সস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

সোমবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ অক্টোবর গোমস্তাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।

এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয় এবং ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page