সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, ১১ জন হাসপাতালে ভর্তি ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি মীরসরাইতে আওয়ামী গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দানকারী বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের স্বার্থে ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ দেশের ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতার প্রস্তাব

স্বামীর জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চনের জন্য নিজের কর্মজীবনে একের পর এক ত্যাগ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক মাস ধরেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ঐশ্বরিয়ার এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেটি দেখেই নেটিজেনদের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বরিয়াকে। তবুও অভিনয় ক্যারিয়ার বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে স্বামীর বিপরীতে ছিল না ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সে কারণেই নাকি কাজটি করতে রাজি হননি ঐশ্বরিয়া।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালো অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সে কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’
এই সাক্ষাৎকার দেখে নেটিজেনদের মত, কোনও সন্দেহ নেই। অভিষেকেরঐশ্বরি জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন য়া।

অন্যদিকে শোনা যায়, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক।

নেটিজেনদের অনুমান, অভিষেকের সামনে ঐশ্বরিয়া আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।

সম্পর্কে বনিবনার অভাবেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা? অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। সেখান থেকেই জল্পনা ঘনীভূত হয়।

তবে এও শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরিয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে দু’জনের কেউই এখনও মুখ খুলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page