সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের নাম সালেহা বেগম (৫৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটী গ্রামের জামাদুল খয়রাতীর প্রথম স্ত্রী বলে জানা গেছে।

নিহতের মেয়ে আঁখি আক্তার বলেন, প্রায় তিন বছর আগে আমি এবং আমার স্বামী আকরাম কাজের সন্ধানে গজারিয়া উপজেলায় চলে আসি। আমরা তেতৈতলা গ্রামে মৃত আরব আলী মাস্টারের ছেলে ডা. শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করি। এখানে আসার কয়েকমাস পর খবর পেলাম আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিবারে ঝামেলা হতে থাকে এবং আমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই বছর আগে আমি আমার মা এবং দুই ভাইকে আমাদের এখানে নিয়ে আসি। মা বাসায় থাকতো আর আমার দুই ভাই স্থানীয় আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজ করে।
মঙ্গলবার রাতে আমার দুই ভাই রাতে কাজে ছিল। বাসায় আমি, আমার স্বামী ও মা ছিলাম। বুধবার সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দার স্ট্যান্ডের সঙ্গে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশের লোক এবং পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page