সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, ১১ জন হাসপাতালে ভর্তি ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি মীরসরাইতে আওয়ামী গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দানকারী বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের স্বার্থে ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ দেশের ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতার প্রস্তাব

কাজ করছে না আইএফআইসি ব্যাংকের মোবাইল অ্যাপ

কয়েকদিন ধরে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে গ্রাহকদের কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে আতঙ্কে রয়েছেন ব্যাংকটির আইএফআইসি আমার ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহারকারী গ্রাহকরা।
এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। সবশেষ শুক্রবার (৮ নভেম্বর) ব্যাংকটির কল সেন্টারে কল দিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়। সেখান থেকে একজন কল সেন্টার এক্সিকিউটিভ বিষয়টি স্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার ‘আইএফআইসি আমার ব্যাংক’ অ্যাপের গুরুত্বপূর্ণ আপডেট করা হয়। এরপর থেকে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে সেবা পাচ্ছে না।

তিনি বলেন, প্লে স্টোরেও বর্তমানে অ্যাপটি নেই। কি কারণে এমন হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। তবে নেক্সট কর্মদিবসের মধ্যে সব স্বাভাবিক হবে বলে আশা করছি।
এ ধরনের ‘বিপর্যয়’ গ্রাহকদের জানানো উচিত ছিল কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে দ্রুত সব স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। ব্যাংকটির ভিআইভিআর সার্ভিসও দু-দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বলেও জানান তিনি। গ্রাহকরা ভিআইভিআর এর মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাংকটির এক গ্রাহক জানান, অ্যাপ কাজ না করায় ভিআইভিআর দিয়ে কাজ করছি। তবে হঠাৎ এ ধরনের অবস্থায় গ্রাহক হিসেবে আমরা আতঙ্কিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page