মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

বাঘায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

মো. মানিক হোসেনঃ

রাজশাহীর বাঘা থেকে মো. আসাদুল নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। আসাদুলকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১৭ নভেম্বর) রাত ১টায় বাঘা থানাধীন আড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করা হয়। আসাদুল আড়পাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ী আসাদুল নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয় করে। রোববার রাতে তাঁর বাড়িতে অভিযান পরিচালনা হাতে-নাতে আটক করা হয়েছে। পরবর্তীতে আসাদুলের বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে র‍্যাব সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আসাদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page