সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

চলতি নভেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ১৭৮। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৭ হাজার ৫৮। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮৬।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৩ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬৯ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page