শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন : ফজলে এলাহী শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও বিশাল রেলি অনুষ্ঠিত একসঙ্গে খেললেন বাবা-ছেলে, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস ‘দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত’ উন্মুক্ত মাঠে সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারি টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট রক্তে রাঙা রূপসী বাংলা — এ কেমন সোনার দেশ আমাদের : সাংবাদিক রুবিনা শেখ সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি মৃত্যু-পরবর্তী রহস্যময় এক জগৎ

সাড়ে ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ, কক্সবাজার শহর অচল

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত অচল হয়ে পড়েছে কক্সবাজার শহর।

দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলেও সড়ক থেকে সরেননি বিক্ষোভকারীরা।

এদিকে দ্বীপবাসীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে কক্সবাজার শহরের সড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর আড়াইটা) সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা।
ঘটনাস্থলে এসে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, আপনাদের সঙ্গে আমরা একমত। আপনাদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

এ সময় স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলেন, সমাধানের কথা অনেক শুনেছি। যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে চলে যান। বিক্ষোভ করতে থাকেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা।

আন্দোলনের প্রধান আকতার নূর বলেন, আমরা রোদে পুড়ে যাচ্ছি। তারপরও কেন ডিসি স্যার আসতে পারছেন না। এসি রুমে তিনি কী করেন?
কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ফিরোজ আহমেদ বলেন, দুই ঘণ্টা ধরে সড়কে আটকে আছি। গাড়িও চলাচল করছে না। ২টা ৩০ মিনিটে আমার ফ্লাইট। চিন্তায় আছি। যদি ফ্লাইট মিস করি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। অনেক পর্যটক আটকে আছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page