বাহরাইনে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম প্রধান আয়শাত ইহমা শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
মানামার স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর মধ্যে প্রবাসী কর্মীর সুরক্ষাসহ বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আইওএম প্রধান দূতাবাসের নানাবিধ সচেতনামূলক ও প্রবাসবান্ধব কার্যক্রমের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে আইওএম প্রধান অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তাদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।