মো. মানিক হোসেন :
রাজশাহীর গোদাগাড়ী থেকে র্যাব অভিযান পরিচালনা করে শাহিন আলম এবং নজরুল ইসলাম নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাঁদের কাছ থেকে ২’শ ২০ গ্রাম হেরোইন ও নগদ ৫ হাজার ৩০ টাকা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে ব্যবসায়ীদের গ্রেফতার করে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ছয়ঘাটি গ্রামের রজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোডে এই অভিযান করা হয়। তখন মানিকগঞ্জের ঘিওর থানাধীন বীর সিংজুরী গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহিন আলম (৩৩) এবং হাবিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, এই দুইজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে অবৈবভাবে সংগ্রহ করে এবং বিভিন্ন এলাকায় বিক্রয় করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তাঁরা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে মাদকগুলো রেখেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।