সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু কী, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
তবে বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র বলছেন, দেশব্যাপী চলমান সহিংসতা নিয়ে বিএনপির মূল্যায়ন তুলে ধরবেন মির্জা ফখরুল। বিএনপি মনে করে– বিগত কিছু দিনে রাজধানীতে ছাত্রদের সংঘর্ষ, ঋণ দেওয়ার কথা বলে ঢাকার বাইরে থেকে শাহবাগে লোকজন জড়ো করা, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও চট্টগ্রামের আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ এবং একজনের মৃত্যু এসবের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এগুলো উপদেষ্টার কাছে তুলে ধরা হবে বিএনপির পক্ষ থেকে।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন.. এগুলো কী হচ্ছে? আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে… পেছনে থেকে তারা দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। একটু ধৈর্য ধরতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page