সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

আবারও হেরে বসলো রংপুর

টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসলো রংপুর রাইডার্স। গতকাল রোববার গ্লোবাল সুপার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয় পরাজয় বরণ করল নুরুল হাসান সোহানের দল। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের অর্ধ-শতকের পরেও ১০ রানে হারে দলটি। টানা দুই হারে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান স্কোরবোর্ডে তোলে ভিক্টোরিয়া। দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। দুই ওপেনার মিলে যোগ করেন ৭০ রান। ৪০ রান করে ম্যাকডোনাল্ড ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ।

আরেক ওপেনার ক্লার্ক করেছেন ৩১ বলে ৩২ রান। এরপর তিনে নেমে সঞ্জয়ও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩১ রান। আর শেষদিকে স্কট এডওয়ার্ডস ১৭ বলে অপরাজিত ৩০ রান করলে দেড়শ পেরোনো সংগ্রহ পায় ভিক্টোরিয়া। রিশাদের ঝুলিতে যায় দুই উইকেট।
ভিক্টোরিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর। প্রথম ওভারেই দলটার বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে আসে একটি ছক্কা এবং একটি চারের মার। ২ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬ রান। পরে চতুর্থ ওভারের দুই বল পরই ক্যাচ দিয়ে ফিরে যান টেলর। পাওয়ার প্লে’র শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৬৩ রান।
একপাশ আগলে রেখে সৌম্য আদায় করে নেন ব্যাক্তিগত হাফ সেঞ্চুরি। পরে আউট হয়ে যান ক্যালাম স্টো’র বলে ক্যাচ তুলে। মাঝে আফিফ হোসেনকেও হারায় দলটি। কিন্তু সৌম্য রংপুরকে রেখেছিলেন জয়ের পথেই। ১৪.৪ ওভারে ব্যক্তিগত ৫১ রানে যখন ফিরছিলেন, তখনও জয়টা চোখের সামনেই দেখছিল রংপুর।

সেই ওভারেই বিদায় নেন অধিনায়ক সোহান। করেন ১০ বলে চার রান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। রিশাদ ১১ বলে ১১ রান করেন। খুশদিল শাহ’র ব্যাড় থেকে আসে ১৫ রান। কিন্তু ততক্ষণে বল ডট পড়েছে অনেকবেশি। শেষ পর্যন্ত সাত উইকেটে ১৪১ রানে থামে রংপুর। ম্যাচ তারা হারে ১০ রানের ব্যবধানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page