মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে সরাসরি প্রাণনাশের হুমকি

এবার আর ফোন বা চিঠিতে নয়। শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
এদিন শুটিংস্পটে হুমকি প্রদানকারী সেই ব্যক্তিনিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এসময় নিজেকে লরেন্স বিষ্ণোইর দলের লোক বলেও দাবি করতে থাকেন।

পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহর করেছিলেন শর্মা নামের ওই যুবক।

পুলিশ আরও জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তখন কল্পনাও করেনি।
প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান।

আতঙ্ক বেড়েছে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন প্রাক্তন এই মন্ত্রীকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতা। সেসময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়।

বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান। পুরো ঘটনায় ভেঙে পড়েন তিনি। এরপরই অভিনেতাকে আবারও হুমকি দেওয়া হয় লরেন্স বিষ্ণোইর দলের পক্ষ থেকে। যে কারণে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page