সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাইট মিস করেছেন হামজা, ঢাকায় আসতে হচ্ছে দেরি স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, ১১ জন হাসপাতালে ভর্তি ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি মীরসরাইতে আওয়ামী গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দানকারী বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের স্বার্থে ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন বিক্রম মিশ্রি

তাৎপর্যপূর্ণ সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। একইসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকা সফরও এটি।
ঢাকায় পা রেখে প্রথম কর্মসূচিতে অংশ নিতে পদ্মায় আসেন বিক্রম মিশ্রি। বেলা ১১টায় পদ্মায় প্রবেশ করেন তিনি। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলাপ করেন। এরপর শুরু হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি), যেখানে জসীম-মিশ্রি দুই দেশের হয়ে নেতৃত্ব দেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টার বে‌শি সময় ধরে চলা বৈঠক মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে শেষ হয়। তারপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাক্ষাৎ করেন মিশ্রি। তখন ঘড়ির কাটা প্রায় পৌনে ৪টা। উপদেষ্টার দপ্তরে আধ ঘন্টারও কম সময় ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিশ্রি। কোনো প্রশ্ন না দিয়ে কয়েক মিনিটের একটি বিবৃতি দেন তিনি। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন মিশ্রি।

এরপর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব। এটিই ছিল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে শেষ কর্মসূচী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page