সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

স্পিড ডেটিং সম্পর্কে জানেন তো?

তীব্র যানজটের শহর হিসেবে পরিচিত আমাদের ঢাকা। একবার যানজটে পড়লে যাকে বলে একেবারে শম্বুকগতিতে চলে গাড়ি। তবে এই শহরে ট্রাফিক জ্যামে পড়া গাড়ির চেয়েও ধীরগতির যদি কিছু থেকে থাকে, তা হলো রোমান্টিক সম্পর্ক।
বিয়ের আগে প্রেম! তা যেন এখানে পুরান ঢাকার গলিপথের মতো জটিল আর প্রেমের ব্যাপারে সামাজিক রীতিনীতি যেন সপ্তাহের পাঁচদিন মিরপুরের বাতাসের মান যেমন থাকে ঠিক তেমন। এটা এমন একটা শহর যেখানে ঘটকদের জয়জয়কার, সেখানে যদি আপনি স্পিড ডেটিংয়ের ধারণার কথা বলেন, তবে তা রোমান্টিক-কমেডি উপন্যাসের মতো শোনাবে।

তাই স্বাভাবিকভাবেই আমরা যখন এই শহরে ডেটিং অ্যাপকে দূরে ঠেলে বাস্তবেই দেখা করার মতো বড় আয়োজন পরিকল্পনার গুঞ্জন শুনি, তখন অবাক হতে হয় বৈকি! মনে প্রশ্ন জাগে, ঢাকা কি আসলেই স্পিড ডেটিংয়ের জন্য প্রস্তুত?

কৌতূহল থেকেই ঢাকার সবচেয়ে বড় স্পিড ডেটিং ইভেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিই।

আয়োজনে প্রবেশ করতেই মুগ্ধ হই, ভেতরে নাম-পরিচয় প্রকাশের কোনো বালাই নেই। কেবল একটি সংখ্যা দেওয়া হচ্ছে, ইভেন্টের সময় যেটাই হবে পরিচিতি। অনেকটা রোমান্টিক কমেডি কালকাট্রাজের
অভিনব বন্দিদের মতো।
সেদিন সন্ধ্যার জন্য আমার পরিচয় ছিল ‘তিন’ সংখ্যাটি। সত্যি বলতে কী, বেশ নির্ভার লাগছিল। কারণ কোটি মানুষের এই শহরে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা অনেকটা ভিড়ের মধ্যে খালি রিকশা পাওয়ার মতোই বিরল। সেখানে পুরো এক সন্ধ্যা পরিচয় লুকিয়ে কাটানো নিঃসন্দেহে দারুণ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page