মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

নতুন খেলোয়াড় উঠে আসা নিয়ে যা বললেন নান্নু

দেশের ঘরোয়া ক্রিকেটই ভবিষ্যত তৈরির কারখানা। বয়সভিত্তিক দলের বাইরে গিয়েও ঘরোয়া ক্রিকেটের হাত ধরেই অনেক ক্রিকেটারই উঠে এসেছে বা আসছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিগত এক দশকে বিপিএলের সুবাদে খুব একটা চিত্র বদলায়নি। অনেকটা সেই তাগিদ থেকেই এনসিএল টি-টোয়েন্টি কাপের আয়োজন করেছিল বিসিবি। যেখানে অনেক ক্রিকেটারকে দেখা গিয়েছে পারফর্ম করতে।
ফাইনাল শেষে প্রশ্নটা তাই অবধারিত ছিল বিসিবির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। জানতে চাওয়া হয় কোন ক্রিকেটার মুগ্ধ করেছে বিসিবিকে।

জবাবে বিসিবির চিফ কো অর্ডিনেটর নান্নু বলেন, ‘আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) গত চার বছরে যুক্ত থাকা অনেক খেলোয়াড়কে নাড়াচাড়া করেছি এখানে। সেসমস্ত খেলোয়াড়েরা নজরে আসে। এখন পাইপলাইনে সেসমস্ত চিন্তা করে আগামী চার-পাঁচ বছরের জন্য খেলোয়াড়েরা রয়েছে। তারাই ভবিষ্যতে জাতীয় দলের জন্য তৈরি হবে।’
নতুন করে বল হাতে আলো ছড়িয়েছেন মুকিদুল মুগ্ধ। তাকে নিয়ে নান্নু জানালেন, ‘ভবিষ্যত চিন্তা করেই হাই পারফরম্যান্সে চার বছর আগে নেওয়া হয়েছিল (মুগ্ধকে)। সেভাবেই যাচ্ছে। তো আশা করছি খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছে। এই সংস্করণে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফর্মার দেখা যাবে।’
এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page