মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগদান করেছেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান যোগদান করেছেন।
রোববার (৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
রেজানুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডার ১৭ তম ব্যাচে ১৯৯৮ সালে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রেজানুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page