বয়সভিত্তিক দলে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন জিশান আলম। বিশেষ করে তার পাওয়ার হিটিং সামর্থ্য তাকে লাইম লাইটে নিয়ে আসে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসে টানা ব্যর্থ এই ওপেনার। এক ম্যাচে রান পেলেও তার স্ট্রাইকরেট ছিল সমালোচিত। তারপরও জিসানের সামর্থ্যে বিশ্বাস রাখছেন এনামুল হক বিজয়।
সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও বেশ ধারবাহিক ছিলেন জিশান। সিলেট বিভাগের হয়ে ব্যাট হাতে ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। আসরে ৭ ম্যাচে করেছেন ২৮১ রান। যেখানে তার ব্যাটিং গড় ছিল ৪০.১৪। আর স্ট্রাইকরেট ছিল ১৫৮.৭৫। যা সবার নজর কাড়ে।
কিন্তু বিপিএলে এসেই যেন নিজেকে হারিয়ে বসেছেন এই তরুণ অলরাউন্ডার। ফরচুন বরিশালের বিপক্ষে ডাক মেরে আসর শুরু করেন তিনি। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও তিনি ফেরেন শূন্য রানে। এরপর অবশ্য বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ রানের একটি ইনিংস খেলেছেন জিসান। আর খুলনার বিপক্ষে করেছেন ২৩ রান।
জিশানকে নিয়ে বিজয় বলেন, ‘আসলে ও যদি ওর মত করে খেলে… দলের জন্য সারপ্রাইজ প্যাকেজ তো অবশ্যই। আশা করি সে এগুলো বুঝবে শিখবে। বিপিএলে তো আরও প্লেয়ার রয়েছে। তাদের সাথে যদি সে কথা বলে। ওর নিজের কোয়ালিটিও যদি সেভাবে মেইনটেইন করে।’
‘অভিজ্ঞতার সাথে সাথে খেলার উন্নতি হবে। নিজেকে প্রমাণ করতে পারবে। বিপিএলে একটা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটা পার করে ফেলতে পারবে তখন ব্যাপারটা ভালো। চ্যালেঞ্জিং কিন্তু আশা করি সে পারবে।’-যোগ করেন তিনি।