সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি মীরসরাইতে আওয়ামী গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দানকারী বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের স্বার্থে ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ দেশের ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতার প্রস্তাব সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা এমদাদুল হক নাদিম গ্রেফতার

৭-১ গোলের জয়ে রেকর্ডবুকে বার্সেলোনার নতুন কীর্তি

ঘরোয়া কাপ প্রতিযোগিতা কিংবা ইউরোপিয়ান আসর, বার্সেলোনা উড়ছেই। কিন্তু প্রসঙ্গটা যদি হয় লা লিগা, তবে বার্সেলোনা বড্ড অনিয়মিত। সবশেষ টানা ৪ ম্যাচে জয়ই পাওয়া হয়নি তাদের। সেখান থেকেই অবশ্য বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো দারুণভাবে। ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়েই দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭-১ গোলের জয়ে রেকর্ডবুকেও নতুন কীর্তি গড়েছে তারা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সা। স্কোরশিটে ডি ইয়ংয়ের নাম উঠলেও মূল কাজ করে রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুই ডিফেন্ডারের প্রতিরোধ পেরিয়ে ডি-বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল। ডি ইয়ং বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। পঞ্চম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বালদের ক্রসে সহজ গোল করেন তিনি। এরপর ভ্যালেন্সিয়া কিছুটা আগ্রাসী হতে চাইলেও সেটা একপ্রকার হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। ১৪তম মিনিটে তৃতীয় গোল হজম করে বসে তারা।
ইয়ামালের ব্যাকহিল থেকে বল পেয়ে ফারমিন লোপেজ বল বাড়ান রাফিনিয়ার দিকে। আগুয়ান গোলরক্ষক মামার্দিশভিলিকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ১০ মিনিট পরেই স্কোর লাইন ৪-০ করে ফেলেন লোপেজ। পাউ কুবারাসির বাড়ানো বল থেকে গোল করেন তিনি। শুরুতে অফসাইডের ইশারা দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান তিনি।
মাঝে দুই সুযোগ মিসের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৫ম গোলের দেখাও পেয়ে যায় বার্সা। রাফিনিয়ার শট ক্রসবার থেকে ফেরত এলে রিবাউন্ডে গোল করেন লোপেজ। ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর অনেকটা খেলার ধারার বিপরীতে ৫৯তম মিনিটে ব্যবধান কমায় ভালেসন্সিয়া। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো।

৬৬তম মিনিটে ফের গোল করে বসে বার্সেলোনা। রাফিনিয়ার বদলি নামা লেভানডফস্কি এবার স্কোরশিটে। ৭৫ মিনিটে নিজেদের ৭ম গোল পেয়ে যায় তারা। ফেরান তরেসের শট আবার ঠেকিয়ে দিয়েছিলেন ভালেন্সিয়া গোলরক্ষক; কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সেসার তারেগা।
এর মাধ্যমে হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে। ৩১ ম্যাচে বার্সা ১০০ গোল দিয়েছিল ১৯৫৯ সালে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page