সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

প্রাক্তন স্ত্রীর সাফল্যে গর্বিত হৃতিক

তারকাদের মাঝে বিবাহবিচ্ছেদ যেন নতুন কোনো বিষয় নয়। বিবাহবিচ্ছেদেরও পরও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। বলিউডের অন্যতম তারকা জুটি ছিল হৃতিক রোশান-সুজান খান। প্রেম করে বিয়ে করেছিলেন তবে সংসার টেকেটি হেঁটেছেন বিচ্ছেদের পথে।
তবে দু’জনের যোগাযোগ রয়েছে, এমনকি বার কয়েক প্রকাশ্যে একসঙ্গে দু’জনকে দেখাও গেছে। তাদের মধ্যে যে বন্ধুত্ব, সৌজন্যতা অটুট আছে, তা আরও একবার প্রমাণিত। সুজানের ক্যারিয়ারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন হৃতিক।

ইন্টিররিয়ার ডিজাইনার হিসেবে সুজানের যথেষ্ট পরিচিতি আছে। তার সংস্থার নাম ‘দ্য চারকোল প্রজেক্ট’। এবার সেই সংস্থার নতুন আউটলেট খুলল ভারতের হায়দরাবাদে।
ইনস্টাগ্রামে সুজানকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেছেন হৃতিক। সেই ভিডিওতে সুজানের নতুন স্টোরের কিছু ছবির কোলাজ করা হয়েছে। পুরো স্টোরটাই সুজানের পরিকল্পনামাফিক সাজানো হয়েছে।

এই ভিডিওটির সঙ্গে সুজানের উদ্দেশে একটি নোটও লেখেন হৃতিক। অভিনেতা লেখেন, ‘আমি তোমার জন্য গর্বিত। ২০ বছর আগে তুমি এই স্বপ্ন দেখতে শুরু করেছিলে। আজ তুমি তোমার সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলে।’

তার কথায়, ‘আমি তোমায় কোনও সাহায্য করতে পারিনি। কিন্তু ছোট্ট মেয়েটি নিজেই সব করে ফেলেছে। আমি হায়দরাবাদের এই স্টোরের নকশা, অন্দরসজ্জা দেখে চমকে গিয়েছি। তুমি আরও সফল হও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page