শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো: ডাঃ এ জেড এম জাহিদ চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র গ্রুপিংয়ের দ্বিধাবিভক্তি কাটেনি এখনো: নির্বাচনকালীন শংকা বিদ্যমান মীরসরাইতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর সাক্ষাত: দলীয় সাংবাদিকরা বঞ্চিত! পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড,গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

সর্বোচ্চ রান ও বাউন্ডারিতে আইপিএলে নতুন ইতিহাস

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে আইপিএলের অষ্টাদশ আসরের। যেখানে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেল কোহলি-পাতিদারের বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে শিরোপাধারীরা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে। লক্ষ্য তাড়ায় অনেকটা দূরেই ছিল পাঞ্জাব। তবে শেষদিকের ঝড়ে শশাঙ্ক সিং সেই ব্যবধান ৬ রানে কমিয়ে আনেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন কোহলিরা দলীয় ইতিহাস গড়ছেন, একই সময়ে পুরো আইপিএলেরই নতুন রচিত হয়েছে। এবার সবচেয়ে বেশি রান, বড় ব্যবধানে উইকেটের পতন, সর্বোচ্চ চার–ছক্কার বাউন্ডারি ও দুইশ রানের ইনিংস দেখেছে ২০০৮ সালে যাত্রা শুরু করা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বোঝাই যাচ্ছে– আইপিএলের অষ্টাদশ আসরটি কতটা ভালো কেটেছে ব্যাটসম্যানদের জন্য!
বেঙ্গালুরু–পাঞ্জাব ফাইনালে যত রেকর্ড

আইপিএলে ৬ রানের ব্যবধানে জয় যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন। পাঞ্জাবের মতো ২০০৯ আইপিএলের ফাইনালে ৬ রানে বেঙ্গালুরু হেরেছিল ডেকান চার্জার্সের কাছে। এবার সেই বেঙ্গালুরুই একই স্বাদ দিলো পাঞ্জাবকে। ফাইনালে সর্বনিম্ন ১ রানে হারের নজির রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের। উভয় দলকেই হারায় মুম্বাই ইন্ডিয়ান্স।


আইপিএলে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে হারল বেঙ্গালুরু। সমান সংখ্যক হারের কীর্তি আছে সানরাইজার্স হায়দরাবাদের। যদিও আরেকবার ফাইনালে ওঠে তাদের শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। আইপিএলে সর্বাধিক ৫ ফাইনালে চেন্নাই এবং ৩ বার হেরেছে বেঙ্গালুরু।


একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ক্রনাল পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৭ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে গতকাল মাত্র ১৭ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টুর্নামেন্টটির দুই ফাইনালে সেরা ক্রিকেটার হওয়ার নজির নেই আর কারোই।


আইপিএলে চার অথবা তার বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে আট ক্রিকেটারের। এর মধ্যে রোহিত শর্মা ও আম্বাতি রাইডু সর্বোচ্চ ৬ বার; মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া ৫ বার; এবং রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা ও ক্রুনাল পান্ডিয়া ৪টি ফাইনালে জিতেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page