শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো: ডাঃ এ জেড এম জাহিদ চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র গ্রুপিংয়ের দ্বিধাবিভক্তি কাটেনি এখনো: নির্বাচনকালীন শংকা বিদ্যমান মীরসরাইতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর সাক্ষাত: দলীয় সাংবাদিকরা বঞ্চিত! পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড,গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

স্মার্টফোন বিক্রিতে শীর্ষে আইফোন ১৬

বিশ্বজুড়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে রাজত্ব করেছে অ্যাপলের আইফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে, এই সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৬। যা দুই বছর পর কোনও “স্ট্যান্ডার্ড মডেল” হিসেবে আবার শীর্ষে ফিরল।
শুধু তাই নয়, শীর্ষ দশ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের জায়গা পাঁচটি মডেলের মাধ্যমে। যা প্রমাণ করে তাদের টানা জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা।

তালিকার প্রথম স্থানে রয়েছে আইফোন ১৬। এরপর আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো। এই তিনটি মডেলই অ্যাপলের বাজার দখলের বড় প্রমাণ। বিশেষ করে জাপান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে আইফোন ১৬ পেয়েছে বিপুল সাড়া।
তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনে আইফোন ১৬ প্রো-র বিক্রি কিছুটা কম হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, সরকারের ভর্তুকিতে সস্তা স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি এবং হুয়াওয়ের মতো দেশীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা।

তালিকায় স্যামসাং আছে চারটি মডেল নিয়ে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজেট ফোন হিসেবে Galaxy A16 5G অবস্থান করছে পঞ্চম স্থানে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra আছে সপ্তম স্থানে।
তবে আগের বছরের তুলনায় স্যামসাংয়ের একটি কম মডেল এবার শীর্ষ দশে এসেছে, যা কিছুটা ধীরগতির ইঙ্গিত দেয়।

অ্যাপল ও স্যামসাংয়ের বাইরে একমাত্র চীনা ব্র্যান্ড হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি। তাদের Redmi 14C মডেলটি রয়েছে অষ্টম স্থানে। যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উদীয়মান বাজারগুলোতে।

শুল্ক জটিলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, কাউন্টারপয়েন্ট মনে করছে আগামী মাসগুলোতেও এই শীর্ষ দশ মডেলের বিক্রয়প্রবণতা বজায় থাকবে। কারণ এখন বিভিন্ন কোম্পানি প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ফোন বাজারে আনছে এবং ব্যবহারকারীরাও এসব ফোনের প্রতি বেশি আগ্রহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page