শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো: ডাঃ এ জেড এম জাহিদ চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র গ্রুপিংয়ের দ্বিধাবিভক্তি কাটেনি এখনো: নির্বাচনকালীন শংকা বিদ্যমান মীরসরাইতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর সাক্ষাত: দলীয় সাংবাদিকরা বঞ্চিত! পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড,গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

গুজরাটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ শতাধিক

ভারতের গুজরাটে বুধবার সকার ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা— ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২০৩ জন। এতে ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুজরাট রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন বর্তমানে হাসপাতালে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আরও বলা হয়েছে, বুধবার ২০৩ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ১৪৯ জন করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, গত ১ জুন থেকে ১১ জুন— ১০ দিনে গুজরাটে দৈনিক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন ৯ জুন— ২৩৫ জন; আর সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছেন ১ জুন—৫৫ জন।
প্রসঙ্গত, জুন মাসের শুরু থেকেই গুজরাটে করোনার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। গত ১ জুন রাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২০ জন। তারপর মাত্র ১১ দিনে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ১ হাজার ২৮১ জনে।

আগামী ২৭ জুন রথ যাত্রা হবে গুজরাটে। রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, রথ যাত্রার সময় করোনা সংক্রমণের উল্লম্ফন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওমিক্রন ভাইরাসের দু’টি ভ্যারিয়েন্টের প্রভাবে গত জানুয়ারি থেকে ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৭ হাজার জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page