শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো: ডাঃ এ জেড এম জাহিদ চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র গ্রুপিংয়ের দ্বিধাবিভক্তি কাটেনি এখনো: নির্বাচনকালীন শংকা বিদ্যমান মীরসরাইতে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর সাক্ষাত: দলীয় সাংবাদিকরা বঞ্চিত! পাঁচ দফা মেনে নিন, না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: জামায়াত সেক্রেটারির হুঁশিয়ারি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড,গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অধিনায়ক বাভুমা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াইশ’র বেশি লক্ষ্য তাড়ায় তিনটি টেস্টে জয়ের কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার। এমনকি চারশ’র বেশি রান তাড়ায়ও তারা অজি ভূমি থেকে জিতে ফিরেছিল। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মেগা ইভেন্টে শঙ্কা ছিল প্রোটিয়াদের নিয়ে, কারণ এমন হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ ফসকানোর নজির আছে তাদের। এবার সেই আক্ষেপ ঘুচলেন টেম্বা বাভুমা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি নিজেও ১০৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন।
ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে গতকাল অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। যা ২৭ বছর পর বৈশ্বিক ইভেন্টে তাদের সর্বোচ্চ অর্জন। এমনকি নির্দিষ্ট ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাও। অজিদের বিপক্ষে এমন ইতিহাসগড়া ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাভুমাও ব্যক্তিগত কীর্তি গড়েছেন।

এখন পর্যন্ত ১০টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন টেম্বা বাভুমা। যেখানে তিনি ৯টি ম্যাচেই জিতেছেন, বাকি আরেক ম্যাচ ড্র হয়েছে। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা। ১০ টেস্টে অপরাজেয় থাকার এই রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ১৯২০-২১ সালে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ টেস্টে ড্র করেছিলেন। এ ছাড়া প্রায় একই সময়ে ইংল্যান্ডের অধিনায়ক পার্সি চাপম্যান প্রথম ১০ টেস্টে বাভুমার সমান ৯ জয় পেলেও হার দেখেছেন একটিতে।
পার্সি চ্যাপম্যানের পর বাভুমা টেস্ট ক্রিকেটে নয়টি জয় অর্জনকারী দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হয়েছেন। তবে ১০ টেস্টে ৯ জয়ের সঙ্গে অপরাজেয় থাকার রেকর্ডটি একমাত্র বাভুমার দখলেই আছে। পাশাপাশি তিনি ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক যিনি ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরও রয়েছেন অপরাজিত। এ ছাড়া অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের মধ্যে ৮টি করে জয়ের রেকর্ড আছে আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page