পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে একটি ট্রাক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেসকিউ সার্ভিস ১১২২। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।”
তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
মুখপাত্র শাফিকা গুল আরও বলেন, “দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।”