২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য মহাপরিকল্পনা শুরু করেছে সৌদি আরব। এ উপলক্ষে দেশটি একটি ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা করছে, যা মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে স্থাপিত হবে। ২০২১ সালে সৌদি আরব একটি প্রস্তাবিত ‘দ্য লাইন’ নামে স্মার্ট সিটি তৈরির ঘোষণা দেয়। নতুন এই স্টেডিয়াম হবে নব্য সেই শহরের অংশ। ‘গোল ডটকম’সহ বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া এমনটাই জানিয়েছে।
ডিজিটাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে একটি আকাশছোঁয়া ভবনের ওপর স্টেডিয়ামটিকে দেখানো হয়েছে। যদিও অফিসিয়ালি এর কোনো চুড়ান্ত নকশা প্রকাশিত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামে প্রায় ৪৬,০০০ দর্শক বসার ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ সৌর ও বায়ু শক্তির দ্বারা এই স্টেডিয়ামে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এই স্টেডিয়াম প্রকল্প সৌদি আরবের ১৫টি আধুনিক স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনার অংশ, যা দেশের স্থায়ী স্থাপত্য ও টেকসই উন্নয়নের প্রতিফলন।
জানা গেছে, ফিফা প্রাথমিকভাবে এই প্রকল্পকে অনুমোদন দিয়েছে। সৌদির স্মার্ট সিটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে ২০৪৫ সাল পর্যন্ত। অর্থাৎ, বিশ্বকাপের আরও ১১ বছর পর শেষ হবে নির্মাণকাজ। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আলোচিত স্কাই স্টেডিয়ামের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদিও ‘গোল ডটকম’ দাবি করছে, বিশ্বকাপের দুই বছর আগে, অর্থাৎ ২০৩২ সালের মাঝে স্টেডিয়ামের অংশটুকু নির্মাণ শেষ হবে।
প্রকল্পটি ইনজিনিয়ারিং দক্ষতা এবং নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জিং হলেও, সৌদি আরবের ভিশন ২০৩০ -এর অংশ হিসেবে এটি পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও, রিয়াদে নির্মাণাধীন কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে সৌদি আরবের বৃহত্তম স্টেডিয়াম, যার কাজ ২০২৯ সালে শেষ হওয়ার কথা আছে। এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার ৭৬০ জন।