রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত চট্টগ্রামের পটিয়ায় ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিনকে সিলেট থেকে গ্রেপ্তার  এসে গেছে বিয়ের মৌসুম: বর-কনের জন্য জরুরি কিছু টিপস চট্টগ্রাম মুহুরীগঞ্জ রেলস্টেশনে যুবকের লাশ নিরাপত্তার দিক বিবেচনা করে ‘তারেক রহমান’র এই মুহূর্তে দেশে আসা সঠিক হবে না বলে মন্তব্য অনেকের কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে ভূমিধস, নিহত অন্তত ২১ বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো, বিএনপি নেতাদের: নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন হবে ৯০ হাজার সেনাসদস্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুদানে ‘গণহত্যা’ নেই কোন খাবার-বিশুদ্ধ পানি বাঁচার আশায় মাইলের পর মাইল হাঁটছে মানুষ

বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ১৪০ মণ ইলিশ, বিক্রি ৩১ লাখ টাকা !

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় ১৭০ মণ ইলিশ। তবে ওই ট্রলারটিতে এত মাছ এক সঙ্গে বোঝাই করতে না পেরে ১৪০ মণ মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। পরে সাইজ অনুযায়ী ২২-২৭ হাজার টাকা মণ দরে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন জেলেরা।

শুক্রবার  এফবি সাফওয়ান ৩ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে বিপুল পরিমাণ এ ইলিশ নিয়ে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে এফবি সাফওয়ান ৩ নামের একটি ট্রলার নিয়ে ১৯ জন জেলে সাগরে মাছ শিকার করতে যায়। পরে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে গিয়ে সাগরে জাল ফেলেন তারা। পরে জাল টেনে তুললে তাতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

এ সময় ধরা পড়া ১৪০ মণ ইলিশে ট্রলারটি বোঝাই হয়ে গেলে, বাকি আরও প্রায় ২৫-৩০ মণ ইলিশ অন্য আরেকটি ট্রলারে তুলে দেন জেলেরা। পরে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে জেলেরা পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এসে সাইফ ফিশ নামের একটি আড়তে তুলে ৩১ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন।
ট্রলারের মাঝি রুবেল বলেন, সাগরে গিয়ে বিকেলে জাল ফেলার পর টেনে তুলতে গিয়ে দেখি জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। আমাদের ট্রলারের মাছ রাখার তিনটি কল সম্পূর্ণ ভরে গেছে। তবে মাছ বেশি থাকায় কিছু জাল কেটে মাছসহ ফেলেও দিতে হয়েছে।

এফবি সাফওয়ান ৩ নামের ওই ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, সাগরে অনেক দিন ধরেই তেমন মাছ পাওয়া যায়নি। এ কারণে একদিকে আমরা লোকসানে ছিলাম। তবে নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে একবারে এত মাছ পাওয়ায় আমাদের পূর্বে যা লোকসান হয়েছে তা কিছুটা হলেও এখন পুষিয়ে নিতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page