সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা দত্ত?

দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় কাজ করেছেন বলিউডে। তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে; নেই পয়সার অভাব। এরপরও সুযোগ পেলেই হয় চুরি নয়তো পকেটমারি! তিনি আর কেউ নন; ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত।

সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখন তিনি পরিচিতি নানা অপরাধের কারণেই।
ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল।

মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে জানা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সবশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়। সবশেষ খবর অনুযায়ী, রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page