সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে ভূমিধস, নিহত অন্তত ২১

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলের এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির চেসোঙ্গোচে ভারি বৃষ্টিপাতের কারণে রাতারাতি ভূমিধস ঘটেছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে অন্তত ২১ জন নিহত এবং এক হজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

স্বরাষ্ট্রসচিব কিপচুম্বা মুরকোমেন শনিবার জানিয়েছেন, গুরুতর আহত কমপক্ষে ২৫ জনকে এলডোরেট শহরে চিকিৎসার জন্য বিমানযোগে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া কমপক্ষে ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ রবিবার (২ নভেম্বর) থেকে আবারো সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চালু হবে। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহের প্রস্তুতিও চলছে। সামরিক ও পুলিশের হেলিকপ্টারগুলো জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রমতে, অনেকেই রাতের বেলা কাদা ধসের আওয়াজ শুনে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়েছেন।
কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে বিশাল কাদাধস ও বন্যার চিত্র ফুটে উঠেছে এবং তারা সরকারের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

চেসোঙ্গোচের পাহাড়ি এলাকা আগেও ভূমিধসের ঝুঁকিতে ছিল। ২০১০ ও ২০১২ সালে পৃথক ঘটনার কারণে কয়েক ডজন মানুষ মারা গিয়েছিল এবং ২০২০ সালে প্রচণ্ড বন্যায় একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page