এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
সাগর-রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠন সহ ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে অন্যায় ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের পুনর্বহাল করতে হবে। না হলে তথ্য মন্ত্রণালয়ের সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সাথে বক্তারা চট্টগ্রামের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার ও আহ্বান জানান।
সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকরা এখনো নবম ওয়েজবোর্ডের সুফল পাচ্ছেন না, এটি চরম বৈষম্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হলেও সাংবাদিকরা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যদি এভাবে সাংবাদিকদের অধিকার হরণ করা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’
সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, সাগর-রুনি হত্যার ১৩ বছর পার হলেও বিচার হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন জমা ১২১ বার পেছানো হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যে রাষ্ট্র সাগর-রুনির হত্যাকারীদের বিচার করতে পারে না, সেখানে সাংবাদিক নির্যাতনের বিচার কীভাবে হবে?