এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র দেশে আসার বিষয় নিয়ে জনমনে যতোটুকু-ই উৎফুল্লতা দেখা যাচ্ছে তার থেকে বেশি চিন্তাক্লিষ্ট দল প্রিয় সাধারণ নেতা-কর্মী ও মানুষজন। কারণ, বর্তমানে দেশের রাজনৈতিকাঙ্গন সহ সর্বক্ষেত্রের প্রেক্ষাপট বিবেচনায় রাখলে নির্ধিধায় বলা যেতে পারে এই মুহূর্তে তারেক রহমান দেশে আসা কোনোক্রমেই সমিচীন হবে না।
প্রাসঙ্গিকক্রমে আমেরিকায় অবস্থানরত: দল প্রিয় এক সাংবাদিক ভাই/বন্ধু লিখেছেন- এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে যাওয়া উচিত হবে না। কারণ, নিরাপত্তার প্রচুর ঘাটতি রয়েছে। তার এমন কথার সাথে একমত পোষণ করে বলছি- সঠিক বলেছেন দল প্রিয় ভাই। তারেক রহমান এখন আর আগের মতো নেই। রাজনৈতিক ভাবে অনেকদুর অগ্রসরমান রয়েছেন রাজনৈতিক জ্ঞান-বুদ্ধি/ বিচক্ষণতার দিক দিয়ে। তথাপি, দলের মধ্যে ঘাঁপড়ি মেরে থাকা নেতা নামধারী অ বুদ্ধিমান কিছু নেতার কারণে যদি এই মুহূর্তে দেশে আসেন তিনি তাহলে কিছু টা সমস্যা থাকবে। বিশেষ করে নিরাপত্তার ব্যাপারে। দলের একমাত্র পত্রিকা দৈনিক দিনকাল পত্রিকায় নিজের এলাকা মীরসরাই-উত্তর চট্টগ্রামে নিজস্ব প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছি দীর্ঘ ২৩ বছর যাবত একটানা।
বিএনপি করা ছাড়া ও দিনকাল পত্রিকার সাংবাদিক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ডাক নামে ‘কমল’ নিউজ ডট কম পত্রিকা প্রকাশ করার অপরাধে পর পর ৪ বার হামলার শিকার হয়ে রক্তাক্ত আহত হতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে এখনো যন্ত্রণায় কাতরাতে হচ্ছে। ২ বার অপহরণ এর কবল থেকে রক্ষা করেছেন একমাত্র আল্লাহ। প্রায় লাখ টাকার জিনিস লুটে নিয়ে একেবারেই ফকির বানিয়ে ছেড়েছে সন্ত্রাসী-গুন্ডারা। আর হুমকি ধামকি তো ছিলো নিত্যনৈমিত্তিক। যার কারণে চরম অভাবগ্রস্ততার মধ্যে দিন-রজনী পার করে আসলে ও দলের কোনো নেতা ফিরে ও তাকায়নি! এখনো সেই আগের সেই অভাবগ্রস্ততার মধ্যে থাকতে হচ্ছে শুধুমাত্র দল এবং দলীয় পত্রিকা দিনকাল এর সু’নাম রক্ষা সহ শহীদ জিয়ার ডাক নাম এর (কমল’ নিউজ পত্রিকা) সু’নাম অক্ষুন্ন রাখতে কোনো ধরনের লোভ লালসা বিহীন সাংবাদিকতা পেশা চালিয়ে যেতে হচ্ছে। সব কিছু হারানোর পর এখন একটা ল্যাপটপের অভাবে দিনকাল পত্রিকায় মেইল নিউজ ও পাঠাতে হিমসীম খেতে হচ্ছে!! সব কিছুর বিবেচনায় এমন গুরুত্বপূর্ণ কথার সাথে একমত পোষণ করে বলতে চাই- নিজের দীর্ঘ ৩০ বছরের ও অধিক সাংবাদিকতার যৎসামান্য অভিজ্ঞতার আলোকে বলবো- তারেক রহমান এই মুহূর্তে দেশে আসা কোনো ভাবেই সঠিক হবে না।
আশা করি তারেক রহমান যেহেতু আগের মতো নেই এবং রাজনৈতিক দিক দিয়ে অনেক জ্ঞান-বুদ্ধির অধিকারী। সেহেতু তিনি নিজেই সব কিছু বিবেচনায় রেখে দেশে আসার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।