জ্যেষ্ঠ প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ঔষুধ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টঙ্গীর মুদাফা সিটি গেট এলাকার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী একজন ব্যবসায়ী টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী জুয়েল রানা জানান, পার্শ্ববর্তী দোকানি বেলায়েত একটি ব্যথার ঔষুধের জন্য একজন ক্রেতাকে তার (জুয়েল রানা) দোকানে পাঠান। তখন দোকানে জুয়েলের ভাই সুজন উপস্থিত ছিলেন। সুজন ক্রেতার চাহিদা অনুযায়ী ঔষুধ সরবরাহ করেন। কিন্তু পরে ক্রেতাটি ঔষুধটি ফেরত দিতে চাইলে সুজন জানান, মেয়াদ উল্লিখিত স্থানে কাটাছেঁড়া থাকায় ঔষুধটি ফেরত নেওয়া সম্ভব নয়।
এই কথার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী দোকানদার বেলায়েত সুজনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় আরেক দোকানদার সুমন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরে জুয়েল রানা এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত বেলায়েত তার দোকানে ফিরে গিয়ে জুয়েলকে ইশারায় তার দোকানের সামনে যেতে বলেন। জুয়েল কাছে যেতেই বেলায়েতের মা মাহমুদা বেগম ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন এবং বেলায়েত তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জুয়েলের দাবি, এ ঘটনায় তিনি, তার ভাই সুজন এবং দোকানদার সুমন আহত হয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত বেলায়েতের মা মাহমুদা বেগম বলেন, “আমার ছেলে ক্রয়কৃত ঔষুধ ফেরত দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে।” তিনি জানান, এ বিষয়ে তারাও টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”