এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বর্তমানে সোস্যাল মিডিয়ায় বিএনপি একেবারেই দুর্বল! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কতিপয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিভিন্ন নামিদামি ব্যাক্তি বিশেষের নাম ও ছবি দিয়ে ফেক্ আইডি খুলে বিএনপি’র বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তি মুলক লেখা লিখে পোষ্ট দিয়ে চললে ও বিএনপি’র নেতা- কর্মীরা যেনো গভীর ঘুমে আচ্ছন্ন! আর বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতা ও মনোনয়ন প্রত্যাশিদের বিরুদ্ধে একের পর এক মনগড়া বিভ্রান্তি মুলক লেখা লিখে পোষ্ট তাদের নিজেদের ক্ষতি করা ছাড়া ও দলের ও সিমাহীন ক্ষতি করে গেলে ও কিন্তু তারা কেনো জানি নিরব রয়েছেন! এ বিষয়ে বিএনপি’র মধ্যে অনেকেই আছেন পাল্টা লিখে তাদেরকে সমুচিত জবাব দিতে প্রস্তুত থাকলে ও শুধুমাত্র দলের নেতাদের কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় তারা মুখ বন্ধ করে থাকতে হচ্ছে।
কেন্দ্রীয় ভাবে দায়িত্ব রত: দলের নের্তৃবৃন্দ যদি বিএনপি’র অনলাইন যোদ্ধাদের সহযোগিতা করে তাদের এ্যাকটিভ করাতে পারে তাহলে দলের জন্য ভালো বৈ খারাপ নয় বলে মনে করেন অনেকেই। যে ভাবে একের পর এক মিথ্যে ও বিভ্রান্তি মুলক লেখা লিখে পোষ্ট দিয়ে দলের ক্ষতি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিএনপি’র অনলাইন যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এর সংখ্যা বাড়িয়ে আরো সক্রিয় করে তুলতে পারলে তাদের কে আরো বেশি করে গায়েল করতে পারতো যদি সারাদেশের প্রত্যেক টা উপজেলায় বিএনপি’র অনলাইন যোদ্ধা কমিটি করে তাদেরকে কেন্দ্রীয় বিএনপি সহযোগিতা করে যেতো।
বিষয়টি যে কেউ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র দৃষ্টি গোচর করাতে পারলে খুব ভালো হতো বলে ও মনে করেন অনেকেই।