এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে প্রাথমিক ভাবে নুরুল আমিন চেয়ারম্যান কে মনোনীত করা হয়েছে বলে পাওয়া খবরে প্রকাশ। আর তাতে প্রাথমিক ভাবে হলে ও মনোনীত হওয়ায় নুরুল আমিন চেয়ারম্যান কে অভিনন্দন জানাই।
তবে, দলের একজন হওয়া ছাড়া ও দলীয় পত্রিকা দৈনিক দিনকাল পত্রিকায় ক্ষুদ্র সাংবাদিকতার দায়িত্ব পালন করে যাওয়া একজন হিসেবে দলের কেন্দ্রীয় কমিটি যে বা যাকে মনোনয়ন দিয়ে তার হাতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দিবে তাতে কারো দ্বিমত পোষণ করে কোনো লাভ হবে না বলে মনে করি। তবে, ধারণা টা এই রকম যে, প্রার্থী মনোনীত করা আর চুড়ান্ত পর্যায়ে একক প্রার্থী থাকার মধ্যে তফাৎ থাকার কথা ও অনুমানে রাখতে পারি। বলাবাহুল্য যে, এখনো যাচাই বাছাই এবং প্রত্যাহার সহ অনেক কিছু বাকী রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অপেক্ষায় থাকা ছাড়া কোনো গত্যন্তর নেই।
সুতরাং, দল নিবেদিত হলে সবাই কে শেষ পর্যন্ত অপেক্ষা করে যাওয়ার কোনো বিকল্প নেই বলে ও মনে করেন অনেকেই।