শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুন্ডে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মধ্যে ২জন নিহত, বাকি ১জন ও আশংকাজনক অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হলেন চার কর্মকর্তা ভোলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক যত বড় নেতা,  তত বেশি দুর্নীতিগ্রস্ত : মিজানুর রহমান আজহারী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ চট্টগ্রামে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১৫, আটক ৬

গাজীপুরে জমকালো আয়োজনে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন

মোঃ মাসুম রানা :

গাজীপুরের শালনার নামির গ্রীন রিসোর্ট মৈশানবাড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংগঠন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন। শুক্রবার সারাদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী, সদস্য ও তাঁদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

দিনভর অনুষ্ঠানে ছিল ভুরিভোজ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, কুইজ প্রতিযোগিতা এবং নানা বিনোদনমূলক আয়োজন। এতে উপস্থিত সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তরুণ প্রজন্মের অহংকার রাসেল রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ও নেতৃবৃন্দ — মীর মোঃ আব্দুল হালিম, মানিক হোসেন বিজয়, মোঃ ফয়েজুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, আতিকুল ইসলাম স্বাধীন, মোঃ আরিফ রাব্বানী, মোঃ হাবিবুর রহমান, রাজু আহমেদ তাইজুল, জাকারিয়া সিকদার, ওয়াসিম রেজা, ইসমাইল হোসেন রানা, আব্দুর রব শেখ বাবু, হারিছুর রহমান শিপলু, জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর কবির, মোঃ কোরবান আলী, সজিব সরকার ও আহাদ ইসলাম পলক প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু এবং উপদেষ্টা আলাউদ্দিনসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সহযোদ্ধা ও অতিথিবৃন্দ।

আয়োজক কমিটির সদস্য সুজন আহম্মেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি; অনুষ্ঠানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় বর্ণাঢ্য এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page