 
						এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সম্পাদক এবং সীতাকুন্ডের ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, বার বার নির্যাতিত দলীয় সাধারণ নেতা-কর্মীদের প্রাণ প্রিয় যুব নেতা রোকন উদ্দিন মেম্বারের মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সলিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন পূর্ব সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য ও উপজেলা তাঁতি দলের প্রভাবশালী সভাপতি এস এম লোকমান হাকিম। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা মাহমুদুল হাসান বাদল।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা জাতি দল নেতা মোজাফফর হোসেন, সীতাকুণ্ড থানা তাঁতি দলের সম্পাদক আব্দুল কাদের, জাহিদুল আলম চৌধুরী, মনজুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সেলিম, সোহেল, আবু সৈয়দ, সলিমপুর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের দিদারুল আলম অপু, ফরহাদ, শফিকুল ইসলাম সোহেল, মালেক, শহীদুল্লাহ, বেলাল, সেলিম, ইলিয়াস, জসিম মেম্বার, হানিফ মাঝী, জামাল এবং দিদার সওদাগর প্রমুখ।