সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আজ থেকে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি টিকিটবিহীন প্রায় ২১০০ যাত্রী, জরিমানা আদায় সাড়ে ৪ লাখের বেশি একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার মীরসরাইয়ের জোরারগঞ্জের প্রবীণ নেতা অসুস্থ্য: দেখতে গেলেন বিএনপি নেতা জাকারিয়া

সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা

ইসমাইল খান নিয়াজ,সিলেট প্রতিনিধি:

সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ আজ ০৭ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল ১০টায় কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কারা বিভাগের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্বশীলতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি তাঁর বক্তব্যে বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগার–১ শুধু একটি সংশোধনাগার নয়, এটি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, নিরাপত্তা ও পুনর্বাসনের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দীদের পুনর্বাসন, নৈতিক উন্নয়ন এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এ কারাগারের কর্মকর্তা–কর্মচারীরা যে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, কারা বিভাগ একটি স্পর্শকাতর ও দায়িত্বপূর্ণ পেশা। প্রতিদিন কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে কাজ করতে হয়। কারা কর্মকর্তারা অনেক সময় পরিবারের সঙ্গ ত্যাগ করে দায়িত্ব পালন করেন, যা নিঃসন্দেহে গৌরবের বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যেও কারা বিভাগের গুরুত্ব তুলে ধরা হয়। তাঁরা বলেন, কারাগার শুধু বন্দীদের আটক রাখার স্থান নয়, বরং তাদের সংশোধন, শিক্ষা, প্রশিক্ষণ এবং নৈতিক পুনর্গঠনের একটি কার্যকর প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় কর্মকর্তাদের পেশাদারিত্বই কারা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে।

আজকের অনুষ্ঠানে যারা পুরস্কৃত হয়েছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানানো হয়। অতিথিরা বলেন, এই পুরস্কার তাঁদের দায়িত্বশীলতা, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। যারা এবার পুরস্কার পাননি, তাঁদের উৎসাহ দিয়ে বলা হয় পরিশ্রম, সততা ও নৈতিকতার ধারাবাহিকতা বজায় রাখলে আগামীতে অবশ্যই স্বীকৃতি মিলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিটের সিনিয়র জেল সুপার। তিনি বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগার–১ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিকতার মাধ্যমে একটি আধুনিক ও শক্তিশালী কারা ব্যবস্থার পথ তৈরি করছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন জেলার এবং সঞ্চালনা করেন কারারক্ষী হামদানুর তুহিন।
অনুষ্ঠানে কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page