মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি টিকিটবিহীন প্রায় ২১০০ যাত্রী, জরিমানা আদায় সাড়ে ৪ লাখের বেশি একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার মীরসরাইয়ের জোরারগঞ্জের প্রবীণ নেতা অসুস্থ্য: দেখতে গেলেন বিএনপি নেতা জাকারিয়া

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পবিত্র নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম শহর এবং মসজিদে নববীর আবাসস্থল এই শহরটি ডব্লিউএইচও-এর নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করেছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

অনুষ্ঠানে যুবরাজ সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে নেতৃত্বের প্রতিশ্রুতি ও প্রচেষ্টারই ফল। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অন্যতম উদাহরণ।”

তিনি আরও বলেন, মদিনার চলমান রূপান্তর আজ একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’-এ পরিণত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ডব্লিউএইচও-এর স্বীকৃতি পাওয়ার জন্য কোনো শহরকে অবশ্যই নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—জনস্বাস্থ্যের জন্য উন্মুক্ত পার্ক, হাঁটার উপযোগী স্থান, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবামূলক অবকাঠামো।

ডব্লিউএইচও এর আগেও সৌদি আরবের অন্তত ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।
স্বাস্থ্যবান, সবুজ ও টেকসই নগরায়নের লক্ষ্যে মদিনার এ স্বীকৃতিকে সৌদি সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page