মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় : রিজভী আবারো অশান্তির দিকে ধাবিত চট্টগ্রামের রাউজান: যুবদল নেতাকে গুলি করে হত্যা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি : ইসি সানাউল্লাহ শাকিবের ‘প্রিন্স’র শুটিং শুরু হলো, মুক্তি পাবে ঈদে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বস্তিতে আগুন ১২ জানুয়ারি ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দিল্লি-ঢাকার টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল ওসমান হাদির মামলার বিষয়ে বিকেলে ডিএমপির ব্রিফিং

নওগাঁর ছয় আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৮টি

ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৪১ জনের মধ্যে ৩৩ জনের মনোনয়ন মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এসব আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

রোববার সকাল ১০টা থেকে নওগাঁ জেলার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলে। বিকাল ৫টা পর্যন্ত ছয়টি আসনের মনোনয়নপত্র বৈধ ও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

সাইফুল ইসলাম বলেন, ‘নওগাঁর ছয়টি আসনে মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫৩টি। এর মধ্যে ৪১টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, যেগুলো আজকে আমরা যাচাই-বাছাই করেছি। সেখান থেকে ৩৩টি মনোনয়ন বৈধ হিসেবে গ্রহণ করেছি; বাতিল হয়েছে মোট ৮টি। ‘

যাচাই-বাছাইয়ে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে আটজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিলা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম মনোনয়নপত্রের সাথে নিজ রাজনৈতিক দলের স্বপক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া সাবেক যুবদল নেতা মাহমুদুস সালেহীন ও আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের ১ শতাংশ সমর্থনসূচক তালিকায় গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয়জনরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page