শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

২৪৬টি সিনেমা নিয়ে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন, জানিয়েছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।

উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের মূল ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে চীনা সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’ প্রদর্শিত হবে। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান পেয়েছে ৯টি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।

৯ দিনব্যাপী উৎসব ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী দিয়ে শেষ হবে। এবারের আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজনের মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page