শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

ছাত্র রাজনীতি হবে আদর্শ, জ্ঞান আর মানব সেবার: ছাত্রদল নেতা সাইফুল

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেছেন- ছাত্র রাজনীতি হবে আদর্শিক।যখন রাজনীতি ছিলো সুবিধার তখন আমরা করেছি আদর্শের রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। যখন অন্যরা চুপ থেকেছে তখন ছাত্রদলের তরুণরা বুক পেতে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ১৭ বছরের দুঃসময়ের কথা বলা যায়, একটি প্রজন্মের সময়।এই দীর্ঘ সময়ে বাংলাদেশ দেখেছে ভয়, দেখেছে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তিনি ছাত্র নেতাদের উদ্দেশ্যে প্রত্যেক ছাত্রনেতা কে আদর্শিক ছাত্রনেতা হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
৩১ অক্টোবর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম মহানগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে মহানগরের আওতাধীন কলেজ সমূহের আহবায়ক, সদস্য সচিব, ও সিনিয়র যুগ্ন আহবায়কদের নিয়ে অনুষ্টিত জরুরী সভায় তিনি এসব কথা বলেন।
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ছাত্রদল আমাদের আবেগের সংগঠন। শিক্ষা,ঐক্য, প্রগতি এই তিন মূলনীতি কে ধারন করে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে ভুমিকা পালন করার নির্দেশ দেন কলেজ নের্তৃবৃন্দকে। কলেজ ক্যাম্পাসে যাতে গুপ্ত সংগঠন অপপ্রচারের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপার সজাগ থাকার আহবান জানান তিনি।ছাত্রদল অতীতে যেভাবে সব সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে ছিলো ঠিক তেমনি ভবিষ্যতে ও ছাত্রদের যে কোনো অধিকার আদায়ের লড়াইয়ে ক্যাম্পাসে ছাত্রদল কে পাশে থাকার জন্য আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের জৈষ্ঠ্য যুগ্ন আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ন আহবায়ক এম এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, সদস্য শামসুদ্দীন শামসু, কামরুল হাসান আকাশ সহ কলেজ শাখা সমুহের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page