সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুর জুড়ে ঘন কুয়াশা আর শীতের দাপট, সূর্যের দেখা নেই

দিনাজপুর জুড়ে নেমেছে ঘন কুয়াশার চাদর। সকাল-সন্ধ্যা একইভাবে ঢেকে আছে শহর ও গ্রামাঞ্চল। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা, মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আর ক্রমহ্রাসমান তাপমাত্রা যেন শীতের আগমনী বার্তা জানাচ্ছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে দিনাজপুরে সূর্যের দেখা মেলেনি। শুক্রবার শহরের তাপমাত্রা আগের দিনের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়ায় ২২.৪ ডিগ্রিতে। শহরের বিভিন্ন এলাকায় মানুষকে আগেভাগেই শীতের পোশাক পরে চলাফেরা করতে দেখা গেছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আকাশে ঘন মেঘমালা বিরাজ করছে। সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারছে না। এ অবস্থা শনিবার পর্যন্ত থাকতে পারে, তবে রবিবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।”

স্থানীয়রা জানিয়েছেন, দিনাজপুরের ভৌগোলিক অবস্থান হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীত আগে অনুভূত হয়। সকালে ও সন্ধ্যায় ঘন কুয়াশা যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সরদারের মাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, “গত বছর এই সময়ে কুয়াশার সঙ্গে হালকা শীত পড়েছিল। এবার হঠাৎ করে কুয়াশা আর ঠান্ডা দুই-ই বেড়েছে। দুই দিন ধরে সূর্য না দেখায় মনে হচ্ছে, পুরো শীত নেমে এসেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page