সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

সুখে থাকতে করণীয় কী, জানালেন অপু বিশ্বাস

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন, ভালো-খারাপ দুইয়ের মধ্য দিয়েই কাটিয়েছেন তিনি। কখনো ভক্তদের ভালোবাসা পেয়েছেন, আবার কখনো তার নানান কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনার।
শুধু তাই নয়, এই নায়িকার জীবনেও আর সাধারণদের মতোও সুখ-দুঃখ এসেছে। বলা বাহুল্য, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের অনুরাগীদের কাছে। তবে এই নায়িকা মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যেকোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অপুকে সুখে থাকার করণীয় কি, সে প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। এই ঢালিউড কুইন তখন বলেন, ‘আমার কাছে মনে হয় যে সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো।’

অপু বিশ্বাসের সেই কথা ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা নায়িকার সঙ্গে একমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করে নিয়েছেন।
২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ঢালিউডে পরিচিতি পান অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত হন এই নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page