শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

বিদ্যুৎ বিল কমাতে কিছু সহজ উপায় মানুন

প্রচণ্ড গরমে ফ্যান, এসি, ফ্রিজ, ওভেন—সবই যেন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আর মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মনে হয় যেন ভূত দেখলাম!

বিল দেখে মেজাজ খারাপ হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক। কিন্তু চাইলে ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে এই বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে ফেলা যায়।

চলুন দেখে নিই, কোন কোন স্মার্ট উপায় অবলম্বন করলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব।
১. স্মার্ট বাল্ব ব্যবহার করুন — আলো থাকবে, বিল কমবে

স্মার্ট বাল্ব একবার চার্জ দিলেই ৩-৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই আলো দেয়। বিদ্যুৎ চলে গেলেও ঘর অন্ধকার হয় না, ইনভার্টারের দরকারও পড়ে না। এগুলো সাধারণ এলইডি বাল্বের মতো দেখতে হলেও অনেক বেশি কার্যকরী ও সাশ্রয়ী। দামও হাতের নাগালে, আর দীর্ঘমেয়াদে খরচ কমায়।
২. কোন যন্ত্র সবচেয়ে বেশি বিদ্যুৎ খাচ্ছে— জানুন ‘পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার’-এ

ঘরের এসি, ফ্রিজ, টিভি বা কম্পিউটারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইউনিট খরচ করছে? এই প্রশ্নের উত্তর দেবে পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার নামের একটি ছোট ডিভাইস।

আপনার মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন কোন যন্ত্র কত ইউনিট খরচ করছে। এতে আপনি বুঝতে পারবেন কোথায় কাটা উচিত, কোথায় নয়।
৩. আরও কিছু সহজ অভ্যাস বদলান, অনেক সাশ্রয় হবে

এলইডি ও স্মার্ট বাল্ব ব্যবহার করুন: সাধারণ বাল্বের চেয়ে ৮০% কম বিদ্যুৎ খরচ হয়।

এসি ২৪ ডিগ্রিতে চালান: অতিরিক্ত ঠান্ডা না করলেও আরাম থাকে; কিন্তু বিল কমে।

চালু না থাকলে বন্ধ করুন: টিভি, ল্যাপটপ বা চার্জার ব্যবহারের পর মেইন সুইচ অফ করুন।

পুরোনো যন্ত্র পাল্টান: ইনভার্টার প্রযুক্তির নতুন এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন অনেক কম বিদ্যুৎ খরচ করে।

নিয়মিত সার্ভিসিং করান: এসি ও ফ্রিজ পরিষ্কার ও ঠিকঠাক না থাকলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

সোলার সিস্টেমে বিনিয়োগ করুন: সৌরবিদ্যুৎ একবার বসিয়ে নিলে মাসের পর মাস কম খরচে চলবে।

খরচ কমবে, মন ভালো থাকবে—আর সবচেয়ে বড় কথা, পরিবেশও উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page