মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নুরুল আমিন চেয়ারম্যান প্রাথমিক ভাবে মনোনীত এবার জেলখানার আসামিরাও ভোট দিতে পারবেন : সিইসি সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ডোনাল্ড ট্রাম্প চট্টগ্রামের মীরসরাইয়ে ‘ধানের শীষ’র জমজমাট প্রচার-প্রচারণা চলমান: সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করা অত্যাবশ্যক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক তওবা করলে কি সঙ্গে সঙ্গেই গুনাহ মাফ হয়ে যায়?

হাদিসের আলোকে দোয়া কবুলের ১০ মুহূর্ত

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। (সুরা আল-বাকারা, আয়াত : ১৮৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দোয়া ইবাদতের মূল। (তিরমিজি)

দোয়ার মাধ্যমে বান্দা ও রবের মাঝে সম্পর্ক গভীর হয়। তবে কিছু বিশেষ সময় আছে, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হাদিসে বর্ণিত এমন ১০টি সময় তুলে ধরা হলো এখনো—
১. রাতের শেষ তৃতীয়াংশে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন রাতের শেষ অংশ আসে, তখন মহান আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, ‘কেউ কি আছে, যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি আছে, যে কিছু চাইবে, আমি তা দেব? কেউ কি আছে, যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? (বুখারি)
২. আজান ও একামতের মাঝে

রাসুলুল্লাহ (সা.) বলেন, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেয়া হয় না। সুতরাং তোমরা দোয়া কর।(তিরমিজি)

৩. গভীর রাতে

রাতের এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলমান দুনিয়া বা আখিরাতের কল্যাণ কামনা করলে আল্লাহ তা কবুল করেন। (মুসলিম)

৪. জুমার দিনে বিশেষ একটি মুহূর্তে

জুমার দিনে বিশেষ একটি সময় আছে এ সময় যদি কোনো মুসলমান আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই দান করেন। (বুখারি)

৫. নামাজে সিজদার সময়

রাসুল (সা.) বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদারত থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দো কর। (আবু দাউদ ও নাসায়ী)
৬. কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে

আবু দারদা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়। দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফিরিশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফিরিশতা তার দোয়া শুনে আমীন বলতে থাকে এবং বলে তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন। (মুসলিম)
৭. ফরজ নামাজ শেষে

এক সাহাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল করা হয়? তিনি বললেন, শেষ রাতে এবং ফরজ সালাতের শেষে। (তিরমিজি)

৮. লাইলাতুল কদরে

আল্লাহ বলেন, লাইলাতুল কদর (নির্ধারণের রাত) এক হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা আল-কদর, আয়াত : ৩)

রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোয় এই মহিমান্বিত রাতটি আসে। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশ রাত অন্য সময়ের তুলনায় অনেক বেশি ইবাদত করতেন। (মুসলিম)

৯. বৃষ্টির সময়

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) যখনই বৃষ্টি দেখতেন, তিনি দোয়া করতেন, ‘হে আল্লাহ! একে বরকতময় ও ফলপ্রসূ বৃষ্টি হিসেবে দান করুন। (বুখারি)

১০. মুসাফির ও পীড়িতের দোয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page