এম, এ কাশেম,চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান উপজেলা আবারো অশান্তির দিকে ধাবিত হচ্ছে! গত কয়েক দিন যাবত হামলা-সংঘর্ষ এবং খুন-হানাহানিতে এক ভয়ংকর রূপ ধারণ করেছিলো পুরো রাউজান উপজেলা। শুধু তাই নয় রাউজান উপজেলার পরিস্থিতি শেষ পর্যন্ত চট্টগ্রাম শহরে গিয়ে পড়ে। এর পর বিএনপি’র কেন্দ্রীয় হস্তক্ষেপে কিছু টা শান্ত পরিস্থিতি বিরাজ করে আসছিলো। কিন্তু, গতকাল আবারো পূর্ব কায়দায় যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনার মধ্যে দিয়ে আবারো শান্ত পরিস্থিতি অশান্তির দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত বহন করে দলীয় নেতা-কর্মী সহ সর্ব মহলকে ভাবিয়ে তুলছে।
গতকাল জানে আলম সিকদার (৩৩) নামে যুবদলের সাবেক এক নেতাকে গু’লি করে হ’ত্যা করেছে সন্ত্রাসীরা। সুত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ার পর স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত কে বা কারা এবং কি কারণে গুলি করেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।