এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্য দপ্তরের অভিযানে ১০ লক্ষ টাকার অবৈধ চরঘেরা জাল জব্দ অত:পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলার বঙ্গোপসাগরের ১৬ নং সাহেরখালী ইউনিয়ন’র ঘাট থেকে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন’র ঘাট পর্যন্ত মীরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
এতে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। উক্ত কম্বিং অপারেশনে প্রায় ৬০০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হয়েছে। পরে সাহেরখালী ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কম্বিং অপারেশনে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই।
এই বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আজকের অভিযানে অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।