বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসে নতুন কমিটি। ওই সভাতেই ঘোষণা করা হয় ২৩টি কমিটির প্রধানের নাম।
নতুন বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি এবার প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভা শেষে বিসিবির একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি বুলবুল। সেখানেই তিনি তুলে ধরেন একটি নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা—মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।

বুলবুল বলেন,‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি।’
উল্লেখ্য, বিসিবির অধীনে দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়ে আসছে। এবার সেই কাঠামোতে মাদ্রাসার ছাত্রদের যুক্ত করার বিষয়টি বোর্ডের নতুন সংযোজন হিসেবে দেখা যাচ্ছে। এখনও পুরো পরিকল্পনা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কথা ভাবছে বিসিবি।

বুলবুল জানান, ‘বিস্তারিত কিছু এখনও ঠিক হয়নি। তবে আমরা পরিকল্পনা করেছি, আর তা বাস্তবায়নের জন্যই এগোচ্ছি।’

এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সমাজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য খেলার সমান সুযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্রিকেটের প্রতিভা খুঁজে বের করাও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page