বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

টলিউডের একঝাঁক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী সৌমি পাল। ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’, ‘কাঞ্চি’-র মতো সিরিয়ালে তার অভিনয় নজর কেড়েছে। তবে পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এখন চরম আইনি জটিলতায়।
স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান সৌমি। এরপর ২০২১ সালে সম্পন্ন হয় তাদের আইনি বিয়ে। কিন্তু গত কয়েকমাস ধরেই নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করছেন অভিনেত্রী।

তার বক্তব্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের তিক্ততা এবং স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ের জটিল চিত্র। সম্প্রতি একটি ভিডিওতে সৌমি দাবি করেন, তার ব্যবহৃত গাড়িটি বর্তমানে স্বামীর কাছে রয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, তার স্বামী নাকি সবার কাছে বলছেন গাড়িটি তিনি নিজেই কিনেছেন।

এই প্রসঙ্গে সৌমি পালকে বলতে শোনা গেছে, ‘অনেকেই জানেন যে আমার গাড়ি তার কাছে রয়েছে। কিন্তু এখন জানতে পারছি, সবাইকে বলে বেড়াচ্ছে গাড়িটা নাকি তার। নিজে কিনেছে। আমি চাই, গাড়িটা যে তার, এই প্রমাণটুকু শুধু একটু দিক।”
অভিনেত্রীর অভিযোগ, তাকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই জবাব আজও তিনি পাননি। সৌমি প্রশ্ন তোলেন, ‘উত্তর দিতে না পেরে আমায় বাড়িতেই ঢুকতে দেয়নি। কেউ যদি পারো জিজ্ঞেস করে জানিও, আমার কি চরিত্র খারাপ ছিল? তাকে কি আমি কোনোভাবে মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম?’

সম্পর্ক শুরুর পর তার স্বামীর গ্রামে তড়িঘড়ি একটি বাড়ি তৈরি হয়েছে, যা আগে বহু বছরেও হয়নি। তার মতে, ‘আমি সম্পর্কে যাওয়ার পরেই হঠাৎ বাড়িটা তৈরি হয়ে গেল? আগে কি তার কাছে টাকা ছিল না। সে এলাকার লোকেরা কিন্তু বিষয়টা জানে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page